বিনোদন
মা হারালেন অপর্ণা
স্টাফ রিপোর্টার
১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার
মা হারালেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। গতকাল সকাল সাড়ে ৮টায় অপর্ণার মা ঝর্ণা ঘোষ মৃত্যুবরণ করেন। অপর্ণা জানান, তার মায়ের বয়স হয়েছিল ৫৮ বছর। আমার মা ও বাবা খুব চমৎকার একটা জোড়া ছিল। বাবাটা আমার খুবই নরম মনের মানুষ। হাসপাতালে মায়ের কষ্ট দেখে বাবাও খুব কষ্ট পাচ্ছিলো। সান্ত্বনা এটুকু ছিল, চোখের সামনে তো আছে। কিন্তু মা তো আমার চলেই গেল।