বিনোদন
মাহি মেয়ের নাম রাখবেন ফারিশতা
বিনোদন ডেস্ক
(২ বছর আগে) ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার, ১:১৪ অপরাহ্ন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন। জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা তিনি। ছেলে হবে নাকি মেয়ে, এই স্টেজে কিছুই জানা সম্ভব নয়। তবে ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন তিনি নিজেই। জানিয়েছেন ছেলে নাকি মেয়ে সন্তানের মা হবেন। মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’র মুক্তি উপলক্ষে গতকাল সন্ধ্যায় এফডিসিতে ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করা হয়েছিল। সেখানে স্বামী রাকিব সরকারকে নিয়ে হাজির হয়েছিলেন মাহি। মা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই অনুভূতি বলে বুঝানো যাবে না। প্রথম তো! তবে আব্বু, আম্মু, ওর (রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। সন্তানের নাম প্রসঙ্গে মাহি বলেন, আমার মেয়ে হলে নাম রাখবো ফারিশতা। ছেলে হলে এখনও ঠিক করিনি। আমি জানি, আমার মেয়েই হবে ইনশাআল্লাহ।