ঢাকা, ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ রমজান ১৪৪৫ হিঃ

খেলা

বিশ্বকাপে বাংলাদেশ-দ. আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
mzamin

এক মাস পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের টিকিট ইতোমধ্যেই বিক্রি শেষ বলে জানিয়েছে আইসিসি। গ্রুপপর্বে আরেক হাই ভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তানের টিকিটও শেষ। আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান বরাদ্দ অনুসারে ২৭শে অক্টোবর সিডনির বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। বাড়তি টিকিট ছাড়ার আগ পর্যন্ত আগ্রহী দর্শকদের অপেক্ষা করতে বলা হচ্ছে।’ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরইমধ্যে বিশ্বকাপের ৫ লাখের বেশি টিকিট বিক্রি শেষ, ‘১৬টি আন্তর্জাতিক দলের সেরা খেলোয়াড়দের দেখতে ৮২টি দেশের দর্শক টিকিট কিনেছেন। ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৮৬ হাজার ১৭৪ জন দর্শকের রেকর্ড উপস্থিতির পর এবারই প্রথম আইসিসির ইভেন্টে গ্যালারিভর্তি দর্শক ফিরছে।’ ২৩শে অক্টোবর মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। সে ম্যাচের স্ট্যান্ডিং টিকিটও বিক্রি শেষ। আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এরইমধ্যে বিক্রি শেষ, দাঁড়িয়ে দেখার টিকিটও বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে কিনে নিয়েছেন দর্শকরা।’ আগামী ১৬ই অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে বাংলাদেশের মিশন শুরু হবে ২৪শে অক্টোবর।

বিজ্ঞাপন
হোবার্টে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল টাইগারদের প্রথম প্রতিপক্ষ। ২৭শে অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে বাংলাদেশ। ব্রিজবেনের গ্যাবায় ৩০শে অক্টোবর প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে খেলবে সাকিব-সোহানরা। অ্যাডিলেডে হবে প্রথম রাউন্ডে বাংলাদেশের শেষ দুই ম্যাচ। ২রা নভেম্বর প্রতিপক্ষ ভারত। আর ৬ই নভেম্বর পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। বিশ্বকাপের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ শুরু হবে ৭ই অক্টোবর। সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। পরদিন স্বাগতিক নিউজিল্যান্ডের মোকাবিলা করবে পাকিস্তান। ৯ই অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১১ই অক্টোবর শুরু হবে দ্বিতীয় লেগের খেলা। এদিন কিউইদের প্রতিপক্ষ পাকিস্তান। ১২ ও ১৩ই অক্টোবর বাংলাদেশ যথাক্রমে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে। ১৪ই অক্টোবর ফাইনাল।

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status