ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

তথ্য প্রযুক্তি

সফল ইন্টারনেট উদ্যোক্তা আবেদ সরকারের গল্প

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ৬:১৯ অপরাহ্ন

mzamin

একজন বস কেবল অন্যদের কাজটি কিভাবে করতে হবে সে সম্পর্কে নির্দেশ দেন। তবে একজন নেতা কেবল তাদের নির্দেশ দেন না বরংচ তাদের পাশে কাজ করেন। প্রতিটি কাজে তাদের সাহায্য করেন এবং নিজের পরামর্শগুলি অনুশীলন করেন। আবেদ সরকার হলেন একজন তরুণ উদ্যোক্তা যার দুর্দান্ত নেতৃত্বের গুনাবলী রয়েছে। পরিস্থিতির কারণে জীবনে অনেক বাধা অতিক্রম করতে হয়েছিল। তার বাবা-মা তার জন্য একটি পরিকল্পনা করেছিলেন, কিন্তু আবেদেরে পরিকল্পনা ছিল আলাদা। আবেদ তার সফল সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্টার্টআপের সাহায্যে বিশ্বব্যাপী পাঁচ হাজারেরও বেশি মানুষকে সহযোগিতা করেছেন। আবেদ সরকার উদ্যোক্তা হিসেবে অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি সৃজনশীল উপায়ে বাজারকে প্রভাবিত করার জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।তার মধ্যে নিজে থেকে কিছু তৈরি করার এবং তার প্রতিভা প্রমাণ করার ইচ্ছা ছিল প্রবল। একজন উদ্যোক্তা হিসাবে কাজ করার সময় প্রধান প্রয়োজনীয়তা হল ব্যবস্থাপনা। আবেদ সরকার সেখানেও নিজেকে প্রমাণ করেছিলেন, প্রদত্ত সংস্থানগুলির থেকে সেরাটা তৈরি করেছিলেন এবং তার কাজ শিক্ষাগত জীবনের ভারসাম্য বজায় রেখেছিল।

বিজ্ঞাপন
আবেদ বলেন, যখনই আমি কোনো বিশেষ সমস্যার মুখোমুখি হয়েছি সেটা প্রকাশ করিনি। পরিবর্তে আমি সমাধানটি বের করার চেষ্টা করেছি এবং পেরেছি।অভিযোগ ছাড়াই এগিয়ে যেতে থাকি। সর্বোপরি, আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন না যদি আপনার ধৈর্য থাকে। যদিও আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য কাজ করার সময় কোন সমর্থন পাইনি, তবে আমি কখনই বিশ্বাস হারাইনি। আবেদ সরকার বাংলাদেশি উদ্যোক্তা, সোশ্যাল মিডিয়া বিপণনকারী হিসাবে পরিচিত। তার প্রতিটি প্রচেষ্টাই সার্থক হতে চলেছে। আবেদ বাংলাদেশের ‘স্বাধীন উদ্যোক্তা’প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। তিনি ২০১৯ সালে তার প্রতিষ্ঠানটি চালু করেন। মোঃ ইসমাইল আহমেদ এবং সাকিব রাফসান তার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। স্বাধীন উদ্যোক্তা প্রতিষ্ঠানে বর্তমানে ৪৫ জন কাজ করছেন। আবেদ মনে করেন এই ৪৫ জনই একদিন সফল উদ্যোক্তা হবেন। আবেদকে তার প্রতিষ্ঠানের ব্যপারে জিজ্ঞেস করলে, আবেদ বলেন- স্বাধীন উদ্যোক্তা হচ্ছে একটি ডিজিটাল এজেন্সি, যেখানে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, ব্যবসায়িক আইডিয়াসহ বিভিন্ন সমাধান পাওয়া যাবে। দেশের ভিতরে ছোট- খাটো, কম-বেশি অনেক স্টার্টআপ কোম্পানি আছে, যারা সঠিক মার্কেটিং-এর কারণে সবাইকে আকৃষ্ট করতে পারেন না। তারা যেন সহজেই ব্যবসাকে দ্রুত প্রসার করাতে পারেন, সে সমাধানই দিচ্ছে স্বাধীন উদ্যোক্তা।

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

   

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status