ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

খবর পড়তে পড়তে আস্ত একটা মাছি গিলে ফেললেন সাংবাদিক

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার, ৪:৩২ অপরাহ্ন

mzamin

দিব্যি খবর পড়ছিলেন, এদিকে তাকে বিরক্ত করছিলো একটা মাছি। সেটির তোয়াক্কা না করেই টরন্টোভিত্তিক একজন সাংবাদিক সরাসরি ওই মাছিটিকে  গিলে ফেললেন।  কানাডার গ্লোবাল নিউজের ওই সাংবাদিকের নাম ফারাহ নাসের। সংবাদ উপস্থাপক টুইটারে একটি ক্লিপ শেয়ার করে বলেছেন , " আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করছি, কারণ আজকাল আমাদের সকলেরই  হাসির খুব প্রয়োজন। "

ভিডিওটি ৯৯.৪ হাজার ভিউ এবং ১,৬০০ টির বেশি লাইক পেয়েছে ।  মিসেস নাসের লাইভ নিউজে পাকিস্তানে বন্যার কথা বলছিলেন তখনই তাকে  মাছিটি আক্রমণ করে । দর্শকদের উদ্দেশে  ফারাহ বলছিলেন, ‘পাকিস্তান কখনো এমন দীর্ঘ সময় ধরে ভারী বর্ষণ দেখেনি। আট সপ্তাহের অবিরাম মুষলধারে বৃষ্টি। জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে।’  

‘ইনভোকড’ শব্দটি বলার সময় তিনি সংক্ষিপ্ত বিরতি নেন। ততক্ষণে মাছির উৎপাত শুরু হয়ে গেছে।

বিজ্ঞাপন
 কিন্তু তিনি এতটুকু বিরক্ত হননি।  ব্রেক ও নেননি।  মাছিটিকে গিলে ফেলে একটু গলা ঝেড়ে নিয়ে ফের খবরে মন দেন। সাংবাদিকের এই একনিষ্ঠতা এবং পেশার প্রতি নিষ্ঠা দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

একজন নেট ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার কভারেজের সময় আমি বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা হচ্ছে। কিন্তু সেটা যে একটা পোকার কারণে এটা আমি ধারণাই করতে পারিনি। আপনি বিষয়টি একজন পেশাদারের মতো হ্যান্ডেল করেছেন।’

অপর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার উপস্থাপনার মধ্যে মাছির কোনো চিহ্নই ছিল না!’ মিসেস নাসের ইটি কানাডার সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন, “আমি খুবই আনন্দিত যে, এটি লোকেদের হাসিয়েছে!  দর্শক এবং সহকর্মীরা আমার প্রশংসা করেছেন। তবে আমি নিশ্চিত, এমন পরিস্থিতিতে তাঁরাও একই কাজ করতেন। কথা হলো, খবর পড়াটা চালিয়ে যেতে হবে।’'

সূত্র : এনডিটিভি

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status