অর্থ-বাণিজ্য
৮ লাখ ৩০ হাজার টন চাল ও গম আমদানির অনুমোদন
অর্থনৈতিক রিপোর্টার
১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবাররাশিয়া, ভারত ও ভিয়েতনাম থেকে ৮ লাখ ৩০ হাজার টন চাল ও গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত কমিটির সভায় এ ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে জি টু জি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানির প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। প্রতিকেজি ৪০ টাকা ৮৫ পয়সা দরে ৫ লাখ টন গমের দাম পড়বে ২ হাজার ৪২ কোটি ৫০ লাখ টাকা। এ অর্থ ডলারে পরিশোধ করতে হবে। আব্দুল বারিক আরও বলেন, ভারত থেকে জি টু জি পদ্ধতিতে ১ লাথ টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে ৭০ হাজার টনের ক্ষেত্রে প্রতিকেজি দাম পড়বে ৪২ টাকা ১২ পয়সা। বাকি ৩০ হাজার টনের ক্ষেত্রে প্রতিকেজির দাম পড়বে ৪০ টাকা ৭০ পয়সা।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]