রকমারি
তাজমহল দেখতে নিজের প্রিয় সাইকেল বিক্রি করে দিলেন কিশোর, কিন্তু দেখা হলো না
মানবজমিন ডিজিটাল
(৬ মাস আগে) ২৬ আগস্ট ২০২২, শুক্রবার, ৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:১২ পূর্বাহ্ন

তাজমহল দেখার ইচ্ছা এতটাই প্রবল ছিল যে টাকা জোগাড় করতে গিয়ে এক কিশোর তার প্রিয় সাইকেলটি ৪০০ টাকায় বিক্রি করে দিলেন। বাবা-মাকে না জানিয়ে তিন বন্ধুর সাথে আগ্রায় গিয়ে প্রেমের স্মৃতিস্তম্ভ দেখেও আসেন সেই যুবক। সাওয়ান নামের ওই কিশোর তার বন্ধুদের পরামর্শেই সাইকেল বিক্রি করেছিল। টাকা জোগাড় করে বন্ধু দীপক, অভয় ও কিষাণকে নিয়ে আগ্রার উদ্দেশ্যে রওনা হয় সাওয়ান। আগ্রা রেলওয়ে স্টেশন থেকে একটি অটো নিয়ে তাজমহল পর্যন্ত পৌঁছেও গিয়েছিল তারা। কিন্তু প্রেমের স্মৃতিস্তম্ভ দেখার জন্য টিকিট কেনা আর হয়ে ওঠেনি । কারণ তাদের হাতে আর টাকা ছিল না। তখন টাকা জোগাড় করতে আগ্রা স্টেশনের বাইরে একটি হোটেলে ৩০০ টাকায় কাজ করতে রাজি হয়ে যায় ওই চার তরুণ । এদিকে সন্তানদের খুঁজে না পেয়ে কিশোরদের পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করার পর মহাসড়ক অবরোধ করে। কানপুরের পুলিশ কমিশনার বি.পি. যোগদন্ড প্রতিবাদস্থলে গিয়ে অভিভাবকদের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
সূত্র : gulfnews.com