ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

কেরালা থেকে অবশেষে ঘরে ফিরতে যাচ্ছে বৃটিশ এফ-৩৫ যুদ্ধবিমান

মানবজমিন ডিজিটাল

(১১ ঘন্টা আগে) ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪৮ অপরাহ্ন

mzamin

অবশেষে বাড়ি ফিরতে চলেছে বৃটিশ F-35B Lightning II  যুদ্ধবিমান।  বিশ্বের সবচেয়ে উন্নত এবং ব্যয়বহুল যুদ্ধবিমানের মধ্যে অন্যতম বিমানটির ফের আকাশে ওড়ার সম্ভাবনা উজ্জ্বল। গত ১৪ জুন ভারতের দক্ষিণের রাজ্য কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল বৃটিশ রয়্যাল নেভির একটি এফ-৩৫ যুদ্ধবিমান। তার পর থেকেই কেরালার বিমানবন্দরই তার ঠিকানা। বৃটিশ F-35B Lightning II  যুদ্ধবিমান হলো পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান। যার দাম ১১৫ মিলিয়ন ডলারেরও বেশি। প্রথমে জানা গিয়েছিল, বিমানটিকে মেরামত করা সম্ভব হচ্ছে না, তাই এটিকে পার্টে পার্টে খুলে বৃটেনে ফের নিয়ে যাওয়া হবে। তবে জানা গিয়েছে, বিমানটির সমস্যা এ বার চিহ্নিত করা গেছে । সেটি মেরামতির চেষ্টা চলছে।

সম্প্রতি ভারত মহাসাগরীয় এলাকায় একটি যৌথ মহড়ায় যোগ দেয় ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’। তারই অংশ হিসাবে আকাশে উড়েছিল ওই ‘এফ-৩৫বি’। গত ১৪ জুন ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময় আচমকা যুদ্ধ বিমানটির জ্বালানিতে টান পড়ে। এরপরই উড়ানটি কেরালার  তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কিন্তু পরে বিষয়টি জটিল হতে শুরু করে। জানা যায়, বিমানটির হাইড্রোলিকে কিছু সমস্যা রয়েছে। তারপর থেকে একমাসের কাছাকাছি সময় কেরালার  তিরুবন্তপুরম বিমানবন্দরে রয়েছে বিমানটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্তা জানিয়েছে, বৃটিশ ইঞ্জিনিয়ারদের একটি দল যুদ্ধবিমানটির পরীক্ষা করছেন। তারা বিমানটির যান্ত্রিক ত্রুটি খুঁজে বের করতে সক্ষম হয়েছেন। বর্তমানে সেটি ঠিক করার কাজ চলছে। আশা করা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধবিমানটিকে টেক অফের উপযোগী অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

সূত্র :  ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status