বিশ্বজমিন
অপারেশন বুনইয়ানুম মারসুসে সরাসরি চীনের সম্পৃক্ত থাকার দাবি উড়িয়ে দিলেন পাক সেনাপ্রধান
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১২ অপরাহ্ন

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অপারেশন বুনইয়ানুম মারসুসে চীনের সম্পৃক্তার দাবি উড়িয়ে দিয়েছেন পাক সেনাপ্রধান সৈয়দ অসীম মুনির। নয়াদিল্লির ওই দাবিকে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহীত করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, এ বছরের ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত পেহেলগামে এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। হামলার পরপরই ইসলামাবাদকে দায়ী করে দিল্লি। তারা পাকিস্তানের একাধিক স্থানে বিমান হামলা চালায়। যাতে বহু বেসামরিক নিহত হন। পাকিস্তানও নয়াদিল্লিকে পাল্টা জবাব দিয়েছে। ভয় ছিল পূর্ণাঙ্গ যুদ্ধের। তবে শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় উভয় পক্ষই অস্ত্র বিরতিতে রাজি হয়। ওই সংঘাতের কয়েক মাস পর গত সপ্তাহে ভারতীয় সেনাপ্রধান দাবি করেন, পাকিস্তানের অপারেশনে চীনের সরাসরি সম্পৃক্ততা ছিল। তবে দিল্লির সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাক সেনাপ্রধান।
পাঠকের মতামত
In fact most of Asia particularly SAARC peoples were engaged by supporting Pakistan.
পাকিস্তানের কাছে মুগুরের বেদম প্যাঁদানি খেয়ে কাউকোলার ভক্ত বিজেপির লোকজনের মাথা আউলায়া গেছে। এরা একেক সময় একেক কথা বলছে।