বিশ্বজমিন
ব্রিকসের বিরুদ্ধে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
মানবজমিন ডেস্ক
৮ জুলাই ২০২৫, মঙ্গলবার
এবার ব্রিকস ও এই জোটের সহযোগী দেশগুলোর বিরুদ্ধে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মার্কিন স্বার্থবিরোধী কোনো পদক্ষেপের সঙ্গে যুক্ত হলেই এসব দেশের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই ব্রিকসের সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন এক সময় ট্রাম্প এই হুমকি দিলেন যখন ব্রাজিলের রিও ডি জেনিরোতে শীর্ষ সম্মেলনে বসেছে ব্রিকসভুক্ত দেশগুলো। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ব্রিকস জোটের অন্যতম সদস্য দেশগুলো হচ্ছে- চীন, রাশিয়া এবং ভারত। যারা আন্তর্জাতিকভাবে নিজেদের অবস্থান জোরদার করছে এবং পশ্চিমাবিরোধী শক্তি হিসেবে দাঁড়াতে কাজ করছে বলে মনে করেন ট্রাম্প। ট্রাম্প তার সোশ্যাল ট্রুথ প্ল্যাটফরমে লিখেছেন, কোনো দেশ যদি ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে নিজেদের যুক্ত করে তাহলে তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যার কোনো ব্যতিক্রম হবে না। আমেরিকা-বিরোধী বলতে ট্রাম্প কি বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। এর আগে বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক চুক্তির জন্য সময়সীমা নির্ধারণ করা হয় ৯ই জুলাই। তবে এখন ওয়াশিংটন জানিয়েছে এটি ১লা আগস্ট থেকে শুরু হবে। এখন পর্যন্ত কেবল বৃটেন ও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। যদিও সকল ক্ষেত্রে তা স্পষ্ট হয়নি। যেমন বৃটেন কর্তৃক আমদানি করা ইস্পাতের বিষয়ে এখনো কোনো চুক্তিতে পৌঁছায়নি দুই দেশ। জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকে ট্রাম্প এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। তার যুক্তি হলো এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানে ইতিবাচক ধারা তৈরি হবে। প্রসঙ্গত, ২০০৯ সালে ব্রিকসের প্রথম শীর্ষ সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীনের নেতারা একত্রিত হয়েছিলেন। পরবর্তীতে এই ব্লকে দক্ষিণ আফ্রিকাকে যুক্ত করা হয়। গত বছর মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়াকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বিভিন্ন সূত্র জানিয়েছে, আরও ৩০টি দেশ ব্রিকসের সদস্য হতে আগ্রহ দেখিয়েছে। যদিও নতুন করে কোন কোন দেশ এই জোটে অন্তর্ভুক্ত হতে চাইছে তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে পশ্চিমা-বিরোধী মনোভাবাপন্ন নিজেদের শক্তিশালী করতে এই জোটে প্রবেশ করতে আগ্রহী।