বিশ্বজমিন
ব্রিকসকে ট্রাম্পের হুমকির বিষয়টি পর্যবেক্ষণ করছে রাশিয়া
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:১২ অপরাহ্ন

ব্রিকসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির বিষয়টি পর্যবেক্ষণ করছে রাশিয়া। এ বিষয়টি নিশ্চিত করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ব্রাজিলে ব্রিকসের শীর্ষ সম্মেলন চলাকালীন ট্রাম্প বলেছেন, এই জোটের দেশগুলো যদি আমেরিকা বিরোধী নীতি গ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এ খবর দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, সোমবার ক্রেমলিনের মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিবৃতির বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা পর্যবেক্ষণ করছি।
পাঠকের মতামত
ব্রিকসের সকল সদস্য দেশগুলো একত্রিত হয়ে আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া দরকার।