বিশ্বজমিন
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫২ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে কাতারের মধ্যস্থতায় হামাসের সঙ্গে পরোক্ষ আলোচনা করবেন ইসরাইলি কর্মকর্তারা। এর উদ্দেশ্য হলো মার্কিন মধ্যস্থতায় গাজায় আটক জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির চুক্তি খুব নিকটে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছেন এ সপ্তাহের মধ্যেই সেখানে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। ইসরাইলের ডানপন্থী নেতারাও যুদ্ধবিরতির ওপর বিশেষ জোর দিয়েছে। কাতারে চলমান আলোচনা ও হোয়াইট হাউসের আলোচনা এই যুদ্ধবিরতি কার্যকরে সহায়তা করবে বলে আশাবাদী তারা। জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর থেকে এ তৃতীয় বারের মতো হোয়াইট হাউস সফর করলেন নেতানিয়াহু। গত মাসে ইরানে ইসরাইলের হামলা ও টানা ১২ দিনের যুদ্ধের পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন তিনি। ইসরাইল আশা করছে ইরানে তাদের হামলা মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক ইসরাইলের জন্য গাজা যুদ্ধবিরতির চেয়েও বেশি কিছু দেবে বলে মনে করেন ইসরাইলি প্রতিরক্ষা বিভাগের এক মন্ত্রী এভি ডিচটার। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এ দুই নেতার বৈঠক গাজার পাশাপাশি লেবানন, সিরিয়া এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বার উন্মোচন করবে। এর অর্থ হচ্ছে আমরা যেই বিষয়টির উপর জোর দিচ্ছে সেটা হলো নতুন মধ্যপ্রাচ্য।