বিশ্বজমিন
জুন থেকে এ পর্যন্ত ইরান ছেড়েছে প্রায় সাড়ে ৪ লাখ আফগান
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন

জুন থেকে এ পর্যন্ত ইরান থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার আফগান নাগরিক দেশে ফিরেছেন। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। এর আগে ৬ জুলাই অনথিভুক্ত আফগানদের দেশ ছাড়ার নির্দেশ দেয় তেহরান। আইওএমের এক মুখপাত্র জানিয়েছে, এ বছরে এ পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৩২৬ জন আফগান নাগরিক নিজ দেশে ফিরেছেন। মে’র শেষে অনথিভুক্ত আফগানদের ৬ জুলাইয়ের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেয় ইরান। যা নিয়ে ইরানে বসবাসরত ৬০ লাখের ৪০ লাখ আফগানই বেশ চাপে আছেন। জুনের মাঝামাঝি সীমান্ত অতিক্রমকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ১ জুলাই কমপক্ষে ৪৩ হাজার মানুষ হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
আইওএম জানিয়েছে, জুনে কমপক্ষে ২ লাখ ৫০ হাজার আফগান ইরান থেকে ফিরে গেছেন। ইউনিসেফের প্রতিনিধি তাজুদ্দিন ওয়েওয়ালে জানিয়েছেন, এটি একটি জরুরি পরিস্থিতি যেখানে একটি দেশ ইতিমধ্যে দীর্ঘস্থায়ী প্রত্যাবাসন সমস্যার সম্মুখীন হচ্ছে। তিনি আরও বলেছেন, এ বছর ইরান ও পাকিস্তান থেকে ১৪ লাখ আফগান নিজ দেশে ফিরেছেন। তবে এখানে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এদের মধ্যে ২৫ শতাংশই শিশু। এদিকে বহু মানুষ সীমান্ত অতিক্রমের সময় কর্তৃপক্ষের চাপ ও গ্রেপ্তারের অভিযোগ করেছেন। ৩৮ বছর বয়সী আরেফ আয়াতী বলেছেন, এমন পরিস্থিতিতে থাকার চেয়ে বরং নিজের দেশে ভিক্ষা করা ভালো। এদিকে বিদেশী সহায়তা হ্রাস সংকট মোকাবেলায় প্রভাব ফেলেছে। প্রত্যাবর্তনকারীদের সমর্থনে তহবিল বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ, আন্তর্জাতিক বেসরকারি গ্রুপ ও তালেবান কর্মকর্তারা।
সূত্র: এএফপি