ঢাকা, ৮ জুলাই ২০২৫, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

পাকিস্তান ও বাংলাদেশি উগ্রপন্থি অনুপ্রবেশের অভিযোগ শুভেন্দু অধিকারীর

মানবজমিন ডেস্ক

(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৫০ অপরাহ্ন

mzamin

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘোর শত্রুতা তারই একসময়ের রাজনৈতিক শিষ্য ও পরে দল বদলে বিজেপিতে যোগ দেয়া বিধায়ক শুভেন্দু অধিকারীর। দুই নেতাই একে অন্যকে যারপরনাই রাজনৈতিক বক্তব্যে ঘায়েল করছেন। তবে বর্ধমানে ভয়াবহ ‘কাঁচা বোমা’ বিস্ফোরণের ঘটনায় রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বিজেপি বিধায়ক ও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণনীতিকেই দায়ী করে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মমতা যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন বাংলায় বোমা বিস্ফোরণ চলতেই থাকবে। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। 

শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েই নয়, শুভেন্দু কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাতপূর্ণ সম্পর্কের দিকেও ইঙ্গিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সীমান্তে এখনো ৫৪০ কিলোমিটার এলাকায় কাঁটাতার হয়নি। রাজ্য সরকার জমি দেয়নি বলেই কেন্দ্র সেই সীমান্তে বেড়া নির্মাণ করতে পারেনি। এই সুযোগে পাকিস্তান ও বাংলাদেশের উগ্রপন্থিরা অনুপ্রবেশ করছে।’ 

তিনি এই অবস্থার জন্য ‘তোষণ ও ভোটব্যাংক রাজনীতি’কে দায়ী করেন এবং বলেন, রাজ্যে এখন নিরাপত্তা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এর দায় শুধু মুখ্যমন্ত্রীর। 

ওদিকে শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ৩৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং আরেকজন গুরুতর জখম হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, সেখানে বোমা তৈরি হচ্ছিল। পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আহত ব্যক্তিও রয়েছেন।

আটক ব্যক্তিদের শনিবার আদালতে পেশ করা হয় এবং পুলিশ রিমান্ডে নেয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সরাসরি এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতা দাবি করেছেন, এই ধরনের ঘটনা আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সচেষ্ট। বিজেপি অকারণে বিষয়টিকে রাজনৈতিক রঙ দিচ্ছে।

 

পাঠকের মতামত

উগ্রপন্থীর দেশ হচ্ছে ভারত। বাংলাদেশে যা ছিল তা তোমাদেরই তৈরী।

Matinur Chowdhury
৭ জুলাই ২০২৫, সোমবার, ৫:৩২ অপরাহ্ন

terrorist factori in india

jafor
৭ জুলাই ২০২৫, সোমবার, ২:২২ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status