বিশ্বজমিন
দুই ‘বন্ধুর’ দ্বন্দ্ব
ইলন মাস্কের নতুন ‘আমেরিকা পার্টি’ উপহাসযোগ্য: ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ৭ জুলাই ২০২৫, সোমবার, ৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:০৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প খোলাখুলি সমালোচনা করেছেন টেসলা প্রধান ও তার ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সদ্য ঘোষিত রাজনৈতিক দলের। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে রবিবার সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি, তৃতীয় একটি দল গঠন করা একেবারেই উপহাসযোগ্য। যুক্তরাষ্ট্রে বরাবরই দুই-দলের রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত এবং তৃতীয় দল শুধু বিভ্রান্তি সৃষ্টি করবে। একই সঙ্গে তিনি ইলন মাস্ককে আফ্রিকা পাঠিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
বহুল আলোচিত এই বিতর্ক শুরু হয় যখন ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘোষণা দেন যে, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, যা রিপাবলিকান এবং ডেমোক্রেটদের বিকল্প হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
ট্রাম্প ও মাস্কের মধ্যে পূর্বে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যয়সংকোচন বিষয়ক ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডজ)–এর প্রধান বানিয়েছিলেন ইলন মাস্ককে। কারণ, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় কমপক্ষে ২৫ কোটি ডলার খরচ করেছেন ইলন মাস্ক। তিনি ট্রাম্পের প্রচারণায় নিজে সরাসরি যুক্ত হয়েছেন। প্রচারণা চালিয়েছেন। ওই সময় তাদের মধ্যে গলায় গলায় ভাব গড়ে ওঠে। তার ফল হিসেবে ইলন মাস্ককে ডজ-এর প্রধানের পদ উপহার দেন ট্রাম্প। এই পদের দায়িত্ব ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল খরচ কমানো। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের অবনতি ঘটেছে মাস্কের ব্যয়-বিরোধী অবস্থান ও ‘ইলেকট্রিক ভেহিকেল ম্যান্ডেট’ প্রস্তাব নিয়ে দ্বন্দ্বের কারণে। সেই দ্বন্দ্ব থেকে সম্প্রতি ওই পদ থেকে সরে যান ইলন মাস্ক। তিনি সর্বশেষ সাফ জানিয়ে দেন ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাস হলে নতুন রাজনৈতিক দল ‘আমেরিকা পার্টি’ গঠন করবেন। এ জন্য এক্সে জনমত জরিপও করেন তিনি। অবশেষে সেই দল গঠনের ঘোষণা দিয়েছেন।
তা নিয়ে রবিবার ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ একটি পোস্টে লিখেছেন, ইলন মাস্ক পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। গত পাঁচ সপ্তাহে তিনি যেন এক চলন্ত ট্রেন দুর্ঘটনায় পরিণত হয়েছেন। তিনি মাস্কের প্রস্তাবিত ইলেকট্রিক ভেহিকেল ম্যান্ডেটের কড়া সমালোচনা করেন। ওই ম্যান্ডেটের ফলে সবাইকে স্বল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো বলে অভিযোগ করেন ট্রাম্প। ৪ঠা জুলাই ট্রাম্প যে বাজেট আইন অনুমোদন করেন, তাতে বৈদ্যুতিক গাড়ির জন্য পূর্বের ট্যাক্স ছাড় বাতিল করা হয়। তিনি বলেন, আমি প্রথম থেকেই ইলেকট্রিক ভেহিক্যাল ম্যান্ডেটের বিরুদ্ধে ছিলাম। মানুষ এখন যেকোনো ধরনের গাড়ি কিনতে পারবে- গ্যাসচালিত, হাইব্রিড (যা ভালো চলছে), কিংবা ভবিষ্যতের নতুন প্রযুক্তির গাড়ি। ইলেকট্রিক ভেহিক্যালের বাধ্যবাধকতা আর নেই।
নতুন বাজেট পরিকল্পনায় সীমান্ত নিরাপত্তা, প্রতিরক্ষা এবং জ্বালানি খাতে ব্যয় বাড়ানো হয়েছে। এর ভারসাম্য রাখতে স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কর্মসূচি কাটা পড়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাস্কের নতুন রাজনৈতিক দল ট্রাম্পের ভোটঘাঁটিতে চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। বিশেষ করে প্রযুক্তিবিদ, তরুণ ভোটার এবং স্বাধীন মতাবলম্বীদের মধ্যে মাস্কের একটি গ্রহণযোগ্যতা রয়েছে। মাস্ক এখনো ‘আমেরিকা পার্টি’র বিস্তারিত কর্মসূচি বা প্রার্থী তালিকা প্রকাশ করেননি। তবে তিনি বেশ কয়েকবার অনলাইন পোস্টে ট্রাম্পের খরচ-ভিত্তিক নীতিকে ‘অভ্যন্তরীণ ধ্বংস’ বলে অভিহিত করেছেন।