অর্থ-বাণিজ্য
সম্মানজনক ডাবল এ প্লাস রেটিং পেলো সোনালি লাইফ ইন্স্যুরেন্স
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ১৯ আগস্ট ২০২২, শুক্রবার, ৫:৪০ অপরাহ্ন

ব্যবসায় ধারাবাহিক সাফল্যের জন্য সম্মানজনক ডবল এ প্লাস রেটিং পেয়েছে সোনালি লাইফ ইন্স্যুরেন্স। গত বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত সোনালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রাসঙ্গিক গুণগত ও সংখ্যাবাচক নিরীক্ষার ভিত্তিতে এ রেটিং দিয়েছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
এতে দীর্ঘ মেয়াদ রেটিংয়ে ডাবল এ প্লাস এবং স্বল্প মেয়াদ রেটিংয়ে এসটি-২ অর্জন করে সোনালি লাইফ ইন্স্যুরেন্স।
এই অর্জন দেশের বীমা শিল্পে ইতিবাচক প্রভাব রাখবে বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।
এ বিষয়ে সোনালি লাইফ ঈন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ আমান বলেন, এই অর্জন দেশের বিমা শিল্পের জন্য একটি অনন্য এবং উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, চতুর্থ প্রজন্মের প্রতিষ্ঠান হিসেবে সোনালি লাইফ ইন্স্যুরেন্স পূর্ণ শরিয়াহ ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করে জীবন বিমা শিল্পে একটি ব্যতিক্রমী পরিচয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। রাশেদ আমান উল্লেখ করেন, সোনালি লাইফ ইন্স্যুরেন্স উদ্ভাবনী সব প্রকল্পের মাধ্যমে, সর্বাধিক জবাবদিহিতা ও সর্বাধুনিক ডিজিটাল সেবা দিয়ে দেশব্যাপী ১৪০ টি শাখার মাধমে গ্রাহকদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, সোনালি লাইফ এর বড় সাফল্যের মধ্যে রয়েছে বিমা দাবী পূরণের ক্ষেত্রে তার অঙ্গিকার কঠিন ভাবে বাস্তবায়ন। এ যাবত সোনালি লাইফ ২০ হাজারের বেশি বিমা দাবি পরিশোধ করেছে এবং তার শতভাগই নির্ধারিত এবং অঙ্গিকারকৃত সময়সীমার মধ্যে।
মন্তব্য করুন
অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন
অর্থ-বাণিজ্য সর্বাধিক পঠিত
বেশি মূল্যে ডলার কেনাবেচা/ ১৩ ব্যাংকের ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংকে দুই অর্থনীতিবিদ/ ব্যাংক ও রাজস্ব খাত এভাবে চলতে পারে না

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]