খেলা
এবার এমবাপ্পেকে জবাব দিলেন তিতে
স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০২২, শুক্রবার
‘লাতিন আমেরিকার ফুটবল ইউরোপের মতো উন্নত নয়’Ñ গত মে’তে এমন মন্তব্য করেন কিলিয়ান এমবাপ্পে। বলেন, লাতিন আমেরিকার তুলনায় ইউরোপের বিশ্বকাপ বাছাইপর্ব কঠিন। ব্রাজিল এবং আর্জেন্টিনার বেশ কয়েকজন শীর্ষ ফুটবলার ফরাসি ফরোয়ার্ডের এই মন্তব্য খণ্ডন করেছেন। এবার এমবাপ্পের ওই বক্তব্যের সমালোচনা করলেন ব্রাজিল ফুটবল দলের কোচ লিওনার্দো বাচ্চি তিতে।
ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী ফুটবলার এমবাপ্পে চার মাস আগে লাতিন আমেরিকার ফুটবলের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড বলেছিলেন, ‘আর্জেন্টিনা এবং ব্রাজিলের যথার্থ প্রতিদ্বন্দ্বী নেই লাতিন আমেরিকার ফুটবলে। সেখানকার ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। সেজন্যই সাম্প্রতিক সময়ে ইউরোপের দলগুলোই বিশ্বকাপ জিতেছে।’
২০০২ সালে লাতিন আমেরিকার প্রতিনিধি হিসেবে শেষবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। এমবাপ্পের এই মন্তব্যের কঠোর সমালোচনা করে ইউরোপীয় ফুটবলের চেয়ে কেন লাতিন ফুটবল এগিয়ে তা ব্যাখ্যা করেছেন তিতে। তিতে বলেন, ‘এমবাপ্পে নেশনস লীগ এবং ইউরোপীয় প্রীতি ম্যাচগুলোর কথা বলছে, তবে বিশ্বকাপ বাছাইয়ের কথা বলেনি। কাউকে খাটো না করেই বলতে চাই, আমাদের আজারবাইজানের সঙ্গে খেলার সুযোগ হয় না।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট / পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা
কোপা আমেরিকা / গ্রুপ অফ ডেথে ব্রাজিল, আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]