অর্থ-বাণিজ্য
ডলার বাজার অস্থিতিশীল
ছয় ব্যাংকের এমডির কাছে ব্যাখ্যা চায় বাংলাদেশ ব্যাংক
স্টাফ রিপোর্টার
(৯ মাস আগে) ১৮ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, ৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৩৪ পূর্বাহ্ন

দেশে ডলারের বাজার অস্থিতিশীল করার অভিযোগে এবার ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ব্যাংকগুলোর এমডিদের এই চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ডলার বিক্রির অতিরিক্ত মুনাফা ব্যাংকের আয় খাতে নেওয়া যাবে না বলে সব ব্যাংককে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
জানা গেছে, এই ছয় ব্যাংক হলো ডাচ-বাংলা, প্রাইম, সিটি, ব্র্যাক, সাউথইস্ট ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এর আগে ডলারের দাম বাড়ানোর পেছনে কারসাজির প্রমাণ পাওয়ায় গত ৮ই আগস্ট ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে ডলারের মূল্যবৃদ্ধি ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় অভিভাবক ব্যাংকটি।
এদিকে ২০২১ সালের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ডলারে অস্বাভাবিক মুনাফা করেছে এমন আরও অন্তত দশটি ব্যাংকের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংক।