বিনোদন
মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত জ্যাক বেটস
বিনোদন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২২ জুন ২০২৫, রবিবার, ৩:২৪ অপরাহ্ন

মারা গেছেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত মার্কিন তারকা জ্যাক বেটস। গত বৃহষ্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে এই অভিনেতার মৃত্যু ঘটে। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তবে তার মৃত্যুর সংবাদটি প্রকাশ হয় আজ সকালে। এই দুঃসংবাদে পশ্চিমের বিনোদন জগতে শোক নেমে এসেছে। চলতি শতাব্দীর শুরুর দিকে শিশু-কিশোরদের কাছে জ্যাক ছিলেন জনপ্রিয় মুখ। ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ছবি ‘স্পাইডার ম্যান’ সিনেমায় পিটার পার্কার বা স্পাইডার ম্যানের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও একটি চরিত্র ‘হেনরি বলকান’। সেই চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক। তার মৃত্যুতে অনেকে আফসোস করেছেন আবার অনেকে তীব্র শোক প্রকাশ করেছেন। কারণ আর মাত্র চারটি বছর অতিক্রম করতে পারলেই তিনি শতবর্ষ ছুঁতে পারতেন। উল্লেখ্য, তার মৃত্যুর খবর প্রথমে জানান তার ভাগ্নে ডিন সুলিভান।