দেশ বিদেশ
আঞ্চলিক শান্তিতে বাংলাদেশকে সহায়তার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের
কূটনৈতিক রিপোর্টার
২২ জুন ২০২৫, রবিবারআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশকে সর্বোতভাবে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে এক আলোচনায় সম্প্রতি ট্রাম্প প্রশাসনের তরফে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ওয়াশিংটন সফরকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর মধ্যে স্টেট ডিপার্টমেন্টে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ-প্রস্তুতি এবং দু’দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক জোরদারের বিষয়ে সেখানে আলোচনা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ২০শে জুন নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান। ব্রুস বলেন, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যান্ডো এবং বাংলাদেশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিস্টার রহমানের মধ্যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গৃহীত অন্তর্বর্তী সরকারের অ্যাফোর্ট, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সংকটময় সময়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। এ সময় তারা রোহিঙ্গা সংকট, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক সম্পর্কিত চলমান আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক অগ্রগতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের মতো নানা বিষয়ে মতবিনিময় করেন।