ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

যুবদল নিয়ে কেন্দ্রের নির্দেশনায় সিলেটে তোলপাড়

ওয়েছ খছরু, সিলেট থেকে
২২ জুন ২০২৫, রবিবার

কেন্দ্রীয় যুবদলের একটি নির্দেশনায় তোলপাড় চলছে সিলেট যুবদলে। কী করবেন নেতারা সেটিও বুঝে উঠতে পারছেন না। সামনে নির্বাচন। এই সময়ে কেন্দ্রের তরফ থেকে নির্দেশনা এসেছে সিলেট তৃণমূল সাজাতে। এতে করে যুবদলের তৃণমূলের নেতারাও বিব্রত হয়েছেন। তবে সিলেট যুবদলের নেতারা জানিয়েছেন; নির্বাচনকে সামনে রেখে এখন কোথাও সম্মেলন এবং কাউন্সিল করার সুযোগ নেই। এতে বিভেদ আরও বাড়বে। এ কারণে তারা গঠিত আহ্বায়ক কমিটি দিয়েই কমিটি পূর্ণাঙ্গ করার চিন্তাভাবনা করছেন। গত ঈদের পর পরিবার নিয়ে সিলেট ঘুরে গেছেন যুবদলের সভাপতি আব্দুল মোমেন মুন্না। ওই সময় তার সঙ্গে অনানুষ্ঠানিক ভাবে অনেক নেতার দেখা হয়েছে, কথা হয়েছে। এতে অনেক নেতাই কমিটি পূর্ণাঙ্গ করার দাবি জানিয়েছেন। এর প্রেক্ষিতে কেন্দ্র থেকে এই নির্দেশনা এসেছে বলে মনে করেন নেতারা। আগামী ৩০ দিনের মধ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের আওতাধীন সকল ইউনিট গঠনের নির্দেশ প্রদান করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। শুক্রবার কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মহানগর যুবদলের আওতাধীন ৬টি থানা ও ৪২টি ওয়ার্ড এবং জেলা শাখার আওতাধীন ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সিলেট জেলা ও মহানগর শাখার সভাপতি ও সম্পাদককে এ নির্দেশনা প্রদান করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের নেতারা জানিয়েছেন- ২০২২ সালের ১০ই সেপ্টেম্বর সিলেট জেলা যুবদল ও ১১ই সেপ্টেম্বর মহানগর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সরাসরি ভোটের মাধ্যমে জেলা ও নগর যুবদলের শীর্ষ দুই পদে নেতৃত্ব বাছাই করা হয়। সম্মেলনের সময়ই ঘোষণা দেয়া হয়েছিল দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কিন্তু সম্মেলনের দুই বছর পর ২০২৪ সালের ২৮শে সেপ্টেম্বর জেলা যুবদলের ২৯১ সদস্যবিশিষ্ট ও নগরের ৩০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তবে সম্মেলনের পরপরই সিলেট জেলা যুবদলের নেতারা তাদের অধিভুক্ত ১৩ উপজেলা ও ৫টি পৌরসভার পুরাতন কমিটি ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন। এখন দেখা গেছে দুই বা আড়াই বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়েই তৃণমূলের কার্যক্রম চালানো হচ্ছে। পূর্ণাঙ্গ করার জন্য জেলার নেতারা কোনো উদ্যোগ নেননি। একইসঙ্গে নগরের নেতারা পুরাতন ২৭টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করেছিলেন। সেগুলোও পূর্ণাঙ্গ করা হয়নি। সিলেটের নেতাদের যুক্তি হচ্ছে; আন্দোলন, গণ-অভ্যুত্থান সব নিয়ে ব্যস্ত ছিলেন সবাই। এ কারণে অধিভুক্ত কমিটিগুলোতে সম্মেলন করা সম্ভব হয়নি। এখন যেহেতু কেন্দ্রীয় নির্দেশনা এসেছে সে নির্দেশনা তারা পালন করবেন। সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন- এই মূহূর্তে প্রতিটি ইউনিটে গিয়ে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা সম্ভব হবে না। হাতে সময়ও খুব কম। এজন্য পূর্বের আহ্বায়ক কমিটিতে থাকা নেতাদের মধ্যে সৎ ও যোগ্যদের দিয়ে কমিটি গঠন করতে হবে। আর সেটি জেলা থেকে বসেই করতে হবে। এ নিয়ে আলোচনা হচ্ছে। তিনি বলেন- বিতর্কিত ঘটনায় যারা যুবদল থেকে বহিষ্কৃত হয়েছেন কিংবা এখন যারা লুটপাটসহ নানা ঘটনায় আলোচিত হয়েছেন তাদেরকে নতুন কমিটিতে ঠাঁই দেয়া হবে না। এক্ষেত্রে সিলেট যুবদল জিরো টলারেন্স নীতি গ্রহন করবে বলে জানান তিনি। সিলেট নগর যুবদলের পূর্বের ২৭টি ওয়ার্ড আহবায়ক কমিটি গঠন করা হলেও পূর্ণাঙ্গ হয়নি। নতুন করে সংযুক্ত হয়েছে আরো ১৫টি ওয়ার্ড। এক মাসের ভেতরে গোটা নগরের তৃণমূলকে সাজানো সম্ভব নয় বলে জানিয়েছেন নগর যুবদল নেতারা। তারা জানান- নির্বাচনকে সামনে রেখে এখন সম্মেলন ও কাউন্সিল করা সম্ভব হবে না। এদিকে- কেন্দ্রীয় যুবদলের এই নির্দেশনা দিয়ে সিলেট বিএনপি ও যুবদলে তোলপাড় চলছে। বিশেষ করে সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীরা সবচেয়ে বেশি বিব্রত। কয়েকজন মনোনয়নপ্রত্যাশী প্রার্থী মানবজমিনকে জানিয়েছেন- এখন বিএনপি’র যেকোনো ইউনিটের কমিটি গঠন করা হবে আত্মঘাতী। 
কারণ কমিটি গঠনকে কেন্দ্র করে দলের ভেতরে ক্ষোভ-বিক্ষোভ থাকবে। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন প্রার্থীরা। আগামীতে ভোটের মাঠেও এর প্রভাব পড়বে বলে জানান তারা। জেলা ও নগর বিএনপি’র নেতারা জানিয়েছেন; নির্দেশনা আসার পর তারা বিষয়টি নিয়ে ভারছেন। এ নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করা হবে। আপাতত যাতে এ প্রক্রিয়া স্থগিত রাখেন সেটি কেন্দ্রকে জানানো হবে। যুবদলের নেতারা মনে করছেন; সম্মেলন ও কাউন্সিল ছাড়া কমিটি গঠন করা হলে দল দুর্বল হবে। এতে দলই বেশি ক্ষতিগ্রস্ত হবে। ঘরে বসে যদি ইউনিট কমিটি গঠন করা হয় তাহলে এতে বাণিজ্য হতে পারে। আর এই বাণিজ্যে দল আরও বেশি ক্ষতির মুখে পড়বে বলে জানান তারা।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status