ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

দেশ বিদেশ

ফেনীতে সেপটিক ট্যাংকে মিললো ২ শিশুর মরদেহ

ফেনী প্রতিনিধি
২২ জুন ২০২৫, রবিবার

ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া-পরশুরাম সার্কেল) তছলিম উদ্দিন। নিহতরা হলো, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের প্রবাসী সামছুল হকের ছেলে সাখাওয়াত হোসেন লিহান (৮) ও পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী ইকবাল হোসেনের ছেলে ফয়সাল ফারাবী (৯)। এদের মধ্যে ফারাবী স্থানীয় ইম্পেরিয়াল স্কুলের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ও লিহান ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। পুলিশ ও নিহতদের পরিবার সূত্র জানায়, ছাগলনাইয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া বাসায় থাকেন দুবাই ও কাতার প্রবাসী দুই পরিবার। শুক্রবার বিকালে ওই দুই পরিবারের দুই শিশু খেলার জন্য বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী নির্মাণাধীন ভবনে যায়। সন্ধ্যার পর থেকে তারা বাসায় না ফিরলে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। পরে রাতে স্থানীয় এক যুবক ওই ট্যাংকির মুখে এক জোড়া জুতা দেখতে পায়। পরে ট্যাংকির ভেতরে দুই শিশুকে পড়ে থাকতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে। পরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল। ওই ভবনের মালিকের অবহেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। সেপটিক ট্যাংকে ঢাকনা বন্ধ রাখলে এ দুর্ঘটনা এড়ানো যেতো। ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা খেলার ছলে অসাবধানতাবশত ট্যাংকে পড়ে যায়। পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status