দেশ বিদেশ
ভারতীয়দের উদ্ধারে ইরান আংশিকভাবে আকাশসীমা উন্মুক্ত করেছে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
২২ জুন ২০২৫, রবিবারইসরাইলের সঙ্গে যুদ্ধের তীব্রতার মাঝে ভারতীয়দের উদ্ধারের জন্য ইরান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা আংশিকভাবে উন্মুক্ত করেছে। সেই সুযোগ নিয়ে ভারত অপারেশন সিন্ধুর মাধ্যমে ভারতীয়দের ইরান থেকে উদ্ধার করে ভারতে নিয়ে আসার কাজ শুরু করেছে। ইরানে প্রায় চার হাজার ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে অর্ধেকই শিক্ষার্থী। এবার তাদের দেশে ফেরানোর অভিযান চালাচ্ছে ভারত। এর আগে বৃহস্পতিবার ১১০ জন শিক্ষার্থীকে ভারতে আনা হয়েছে। এবার আকাশসীমা উন্মুক্ত করায় শুক্রবার রাতে একদফায় ২৯০ জন ভারতীয়কে নিয়ে বিমান নেমেছে দিল্লিতে। শনিবার দু’টি বিমানে উদ্ধার করে আরও ভারতীয়দের নিয়ে আসা হচ্ছে বলে পররাষ্ট্র মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। দুই দিনে প্রায় এক হাজার ভারতীয়কে আনা হচ্ছে। এর মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। শুক্রবার ইরানে হামলা চালায় ইসরাইল। ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়ে তারা। ওই রাত থেকে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দুই দেশের সংঘাতের আবহে আকাশসীমা বন্ধ করেছে তেহরান। এর মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের ‘বিশেষ করিডর’-এর মাধ্যমে দেশে ফেরানোর জন্য নয়াদিল্লিকে অনুমতি দিয়েছে ইরান । এদিকে, শনিবার ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘোষণা করেছে, ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকদেরও ইরান থেকে সরিয়ে নিয়ে আসবে। ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, নেপাল ও শ্রীলঙ্কা সরকারের কাছ থেকে যুদ্ধক্ষেত্র থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার জন্য অনুরোধ এসেছে।