দেশ বিদেশ
নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৫, রবিবারনির্বাচন কমিশন যতই স্বাধীন হোক সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের সহযোগিতা নিয়েই আমাদের নির্বাচন করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, অফিসার, প্রশাসনের সহায়তা নিতে হবে। সুতরাং সরকার নির্বাচনের মধ্যে একটা মুখ্য ভূমিকা রাখবে।
নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের ফরমাল ও ইনফরমাল আলোচনা চলছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রত্যেক কাজেরই একটি পরিকল্পনা থাকে, আমাদেরও একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই অনুযায়ী কার্যক্রম চলছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সরকারের সঙ্গে আমাদের যোগাযোগের যে বিষয়টা প্রতিনিয়ত হচ্ছে বা একদম হচ্ছে না- বিষয়টা এমন নয়। নির্বাচনের ডেট যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবো। সরকারের সঙ্গে এজন্য পরিকল্পনা করে ঘোষণা দিয়ে দেখা করতে হবে এমন নয়। ফরমালি, ইনফরমালি নানাভাবে যোগাযোগ হতে পারে।