বিনোদন
অপেক্ষায় ববি
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৫, রবিবার
সর্বশেষ গত বছর ‘ময়ূরাক্ষী’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা ববি হক। তারও আগে ‘পাপ’ সিনেমায় দেখা মিলেছিল তার। এদিকে, প্রায় এক বছরের ব্যবধানে ঈদের মাস খানেক আগে তিনি শুটিং শুরু করেন নতুন সিনেমা ‘শিরোনাম’-এর। অনিক বিশ্বাসের পরিচালনায় এতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন ববি। ছবিটি ঈদে মুক্তির ঘোষণা দেয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি। পরিচালক জানান, কয়েকদিনের শুটিং বাকি থাকায় ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাড়াহুড়ো করে ছবিটি করে মুক্তি দিতে চাননি। সে কারণেই ঈদ পরবর্তী ভালো একটা সময় এটি মুক্তি দেয়া হবে। এদিকে, এর বাইরে ববি ‘বউ’ শিরোনামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। ছবিটির পরিচালক কে এ নিলয়। এ দুই ছবির অপেক্ষায় থাকা ববি বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে রয়েছেন। সেখানে পরিবারের সঙ্গে অবসর সময় কাটিয়ে দেশে ফিরবেন তিনি। ববি বলেন, ‘বউ’ ও ‘শিরোনাম’- দু’টি ছবির গল্পই খুব চমৎকার। দু’টি ছবিতেই একেবারে আলাদা চরিত্রে কাজ করেছি। আমার বিশ্বাস ছবি দু’টি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে। এদিকে নতুন কাজ নিয়ে ববি বলেন, একটু ভেবে-চিন্তে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। সে কারণে বেছে কাজ করছি। তবে, দ্রুতই নতুন কাজের খবর দেবো।