বিনোদন
মালদ্বীপে আসিফের একক কনসার্ট
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৫, রবিবার
মালদ্বীপে শো করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আসছে ৮ই আগস্ট মালদ্বীপে হবে তার একক ওপেন এয়ার কনসার্ট। যথারীতি সঙ্গে থাকবে ‘দ্য এ টিম’। আসিফ বলেন, আশা করছি এই কনসার্টের মাধ্যমে মালদ্বীপ প্রবাসীদের বিশাল একটা মিলনমেলা ঘটবে। হিসাব করলে দেখা যাবে আমার শো দেশের বাইরেই বেশি হয় এবং হবে। সেই হিসেবে আমিও একজন লোকাল রেমিট্যান্স যোদ্ধা। আমরা মালদ্বীপে খুব ভালো একটা কনসার্ট করার অপেক্ষায় আছি।