বিনোদন
চলে গেলেন চঞ্চল মাহমুদ
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৫, রবিবার
চলে গেলেন মডেল ও ফ্যাশন ফটোগ্রাফির অন্যতম দিকপাল চঞ্চল মাহমুদ। ২০শে জুন রাত ৯টা ৪০ মিনিট নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। চঞ্চল মাহমুদের ছাত্র সাহাদাত পারভেজ জানান, গুণী এই আলোকচিত্রী দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। চারদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। শুক্রবার তার দু’বার হার্ট অ্যাটাক হয়েছে। এর আগে তিনি পাঁচবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। অবশেষে চিরবিদায় নিলেন তিনি। গতকাল শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে চঞ্চল মাহমুদের মরদেহ রাখা হয়। সেখানে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সাড়ে চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশের শীর্ষ মডেল ফটোগ্রাফার ও শিক্ষক হিসেবে কাজ করেছেন চঞ্চল মাহমুদ। ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে তার একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তার ছবি নিয়ে বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে। তিনি ‘বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি’র সঙ্গেও যুক্ত ছিলেন। বাংলাদেশের অনেক আলোকচিত্রী, মডেল, অভিনেতা ও অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছে চঞ্চল মাহমুদের হাত ধরে।