বিনোদন
আমের ব্যবসায় ওমর সানী
স্টাফ রিপোর্টার
২২ জুন ২০২৫, রবিবার
‘মাটির কোলে’ নামের একটি ফেসবুক পেজ খুলেছেন অভিনেতা ওমর সানী। সেই পেজের মাধ্যমে তিনি সরাসরি মানুষের ঘরে ঘরে আম পৌঁছে দিচ্ছেন। এ নিয়ে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, কাঁচা আম, পাকা আম- সারা পৃথিবীর একটা আশ্চর্যের বিষয়। আমরা গর্ব করে বলতে পারি চাঁপাইনবাবগঞ্জ আমাদের জেলা, রাজশাহীও আমাদের জেলা। যারা এই সুস্বাদু আমগুলো পেতে চান, তারা আমাদের অনলাইন পেজে অর্ডার করুন।