দেশ বিদেশ
ত্রাণের জন্য অপেক্ষমাণ আরও ১২ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল
মানবজমিন ডেস্ক
২১ জুন ২০২৫, শনিবার
বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রবিন্দুতে এখন ইরান-ইসরাইল সংঘাত। এতে চাপা পড়ে যাচ্ছে গাজায় ইসরাইলের চলমান গণহত্যার খবর। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও উপত্যকাটিতে নির্বিচারে হত্যা অব্যাহত রেখেছে দখলদাররা। গাজায় ত্রাণের আশায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও ১২ ফিলিস্তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-ইসরাইল সমর্থিত জিএইচএফের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে প্রাণ হারান ১২ জন। জিএইচএফ অবশ্য বিষয়টি অস্বীকার করেছে। ইসরাইলি সামরিক বাহিনী রয়টার্সকে জানিয়েছে, সন্দেহভাজনরা সেনাবাহিনীর দিকে এগিয়ে আসার চেষ্টা করেছিল। তাদেরকে সতর্ক করতে গুলি ছোড়া হয়। বলেছে, হতাহতের বিষয়ে তারা অবগত নয়। উল্লেখ্য, গাজায় প্রায় প্রতিদিনই ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে ইসরাইলি বাহিনী। মে থেকে এ পর্যন্ত কয়েকশ’ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।