দেশ বিদেশ
লন্ডন থেকে গ্রিসগামী রায়ানএয়ারের একটি বিমান অবতরণের সময় দুর্ঘটনার কবলে
মানবজমিন ডিজিটাল
২১ জুন ২০২৫, শনিবারবিশ্ব জুড়ে একের পর এক বিমান বিভ্রাটের খবর। গত বুধবার বিকালে লন্ডন থেকে আসা রায়ানএয়ারের একটি ফ্লাইট গ্রিসের একটি বিমানবন্দরে অবতরণের পর একটি প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। ১৮ই জুন লন্ডনের স্ট্যানস্টেড থেকে কালামাতা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ফ্লাইট ঋজ৬০৮০ নিরাপদেই অবতরণ করে। তবে তার কিছুক্ষণ পরেই একটি বিমানবন্দরের প্রাচীরের সঙ্গে এটি ধাক্কা খায়। বিমান সংস্থার মতে, বোয়িং ৭৩৭ বিমানটি ট্যাক্সিংয়ের সময় এর ডানার ডগাটি একটি প্রাচীরের দেয়ালকে স্পর্শ করে। একজন যাত্রী দ্য সানকে জানিয়েছেন যে উড্ডয়নের সময়ও বিমানটি টার্বুলেন্সের মধ্যে পড়েছিল। সূত্রের খবর, কালামাতায় বিমানটি মাটি স্পর্শ করার পর কেবিনে থাকা যাত্রীরা ‘জোরে ধাক্কার শব্দ’ শুনতে পান। ফুটেজে দেখা গেছে যে, বিমানের ডানাটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি পরিষেবা কর্মীরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং চার ঘণ্টার এই উত্তেজনাপূর্ণ ফ্লাইটের পর সমস্ত যাত্রীরা নিরাপদে বিমানে অবতরণ করেন। ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুসারে, ফ্লাইটটি সকাল ৮.৪৬ মিনিটে লন্ডন থেকে ছেড়ে যায় এবং পেলোপোনিজ উপদ্বীপের একটি শহর কালামাতায় দুপুর ২.৪৫ মিনিটে অবতরণ করে।
রায়ানএয়ারের একজন মুখপাত্র বলেছেন: ‘লন্ডন স্ট্যানস্টেড থেকে কালামাতাগামী এই ফ্লাইটটি (১৮ই জুন) ট্যাক্সিংয়ের সময় কালামাতা বিমানবন্দরে এর ডানার ডগাটি একটি প্রাচীরকে স্পর্শ করে। বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। বিমানটিকে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনা প্রথম নয়।
গত ১২ই জুন, বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় একটি জেটব্লু বিমান রানওয়ে থেকে পিছলে যায়। বিমানবন্দরের নিরাপত্তা ফুটেজে দেখা গেছে, বিমানটি রানওয়ের পাশে ঘাসের ওপর থামার পর যাত্রীরা সিঁড়ি দিয়ে এয়ারবাস অ২২০ থেকে নেমে আসছেন। ম্যাসাচুসেটস বন্দর কর্তৃপক্ষ জানায় যে, কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং বিমানটি কী কারণে রানওয়ে থেকে ঘাসের ওপর নেমে এলো তা নিয়ে তদন্ত চলছে।
সূত্র : ইন্ডিপেন্ডেন্ট