দেশ বিদেশ
সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার
স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও থেকে
২১ জুন ২০২৫, শনিবার
এই দেশটাকে যেভাবে গড়ে তোলার শপথ নিয়েছি তেমনিভাবে ক্রিকেটকেও গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে দেশটা আমার অন্য কারও নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত ১৫ বছরে এ দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তোলার।
গতকাল বিকাল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মির্জা রুহুল আমিন’ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আজকে আমাদের নতুন একটা সুযোগ তৈরি হয়েছে। আন্দোলনে অনেক প্রাণ গেছে, অনেক ছাত্র তাদের জীবন দিয়েছে। তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। তারাই আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্র গঠন করার জন্য। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁওয়ের ক্রীড়া অঙ্গনে যারা আছেন তারা দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ও সবাই একসঙ্গে সাংগঠনিকভাবে খেলাধুলার ব্যবস্থা করবে। সেখানে যেনো আবার দল-মত ভাগাভাগি না করা হয়। যাদের যোগ্যতা আছে তাদের সবাইকে নিয়ে খেলাধুলার ব্যবস্থা করতে হবে।
স্মৃতিচারণ করে ফখরুল বলেন, আমরা আগে ডিশ নিয়ে এসে খেলা দেখতাম ও খেলা দেখার ব্যবস্থা করতাম। এখন তো খেলা দেখা অনেক সহজ হয়েছে। যারা খেলেছেন তারা নতুন নতুন করে বিভিন্ন একাডেমি ও ইনস্টিটিউটিশনে কোচিং পাচ্ছেন। আমার বিশ্বাস এটা আরও উন্নত হবে এবং ভবিষ্যতে ঠাকুরগাঁওয়ের খেলার মান আরও বাড়বে। একটা সময় ছিল নিজের হাতে ক্রিকেট খেলার পিচ তৈরি করতাম। মাটি পানি দিয়ে ক্রিকেটের পিচ তৈরি করতাম। দেশের বড় বড় ক্রিকেট খেলোয়াড়রা এখানে খেলে গেছেন। এমনকি শ্রীলঙ্কা থেকেও ন্যাশনাল টিমের খেলোয়াড়রা এখানে খেলে গেছেন বিভিন্ন টুর্নামেন্টে।
বক্তব্য শেষে ফাইনাল খেলায় দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চাম্পিয়ন হওয়া পাবনা ক্রিকেটার্স দলের হাতে ট্রফি তুলে দেন তিনি। এ সময় টুর্নামেন্টের আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন উপস্থিত ছিলেন। এ ছাড়াও আয়োজক কমিটি, টিম ম্যানেজমেন্টসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।