বিনোদন
তিন দেশের ৩৭ থিয়েটারে ‘উৎসব’
স্টাফ রিপোর্টার
২১ জুন ২০২৫, শনিবার
দেশে ঈদের চমক লাগানো সিনেমা তানিম নূর পরিচালিত ‘উৎসব’ গতকাল মুক্তি পেয়েছে কানাডা, আমেরিকা ও ইউকের ৩৭টি সিনেমা হলে। প্রথম সপ্তাহে কানাডার ৬টি, আমেরিকার ৩০টি ও ইউকের ১টি থিয়েটারে চলবে ‘উৎসব’। তিন দেশে একযোগে মুক্তি উপলক্ষে ছবির ‘উৎসব’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোয়ের প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ২০শে জুন এ বছরের সবচেয়ে কঠিন ডেটগুলোর একটা ইন্টারন্যাশনাল সার্কিটে। একে তো হলিউডের সব বড় বড় ছবির লাইন লেগে আছে, সঙ্গে যোগ হয়েছে ইন্ডিয়ার ইকুয়েলি বড় দুই সিনেমা। এরমধ্যে মোটামুটি যুদ্ধ করে এ হলগুলো নিতে হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন- জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সাদিয়া আয়মান, সৌম্য প্রমুখ। প্রযোজনায় ডোপ প্রোডাকশনস, সহ-প্রযোজনায় চরকি, সহযোগী প্রযোজনায় লাফিং এলিফ্যান্ট প্রোডাকশন।