বিনোদন
জোভান-পড়শীর ‘ফেরারী মন’
স্টাফ রিপোর্টার
২১ জুন ২০২৫, শনিবার
এর আগেও ফারহান আহমেদ জোভান ও সাবরিনা পড়শী জুটি বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এবার নতুন নাটক নিয়ে হাজির হলেন তারা। গতকাল সন্ধ্যায় এসবিই’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় জোভান-পড়শীর নাটক ‘ফেরারী মন’। নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। রোমান্টিক এ নাটকটি নানা ঘটনার মধ্যদিয়ে সামনে এগিয়ে যায়।