বিনোদন
আপত্তিকর দৃশ্য বাদ দেয়ার নির্দেশ
বিনোদন ডেস্ক
২১ জুন ২০২৫, শনিবার
সাহসী ও শক্তিশালী চরিত্রে অনায়াসে নিজেকে মিলিয়ে দিতে পারেন রাধিকা আপতে। চিত্রনাট্যের প্রয়োজনে নগ্নতাকেও স্বাভাবিক রূপ দিয়েছেন তিনি। এদিকে, করণ কান্ধারির ছবি ‘সিস্টার মিডনাইট’ ছবিতে রাধিকার আপত্তিকর দৃশ্য রয়েছে। টুবি নামে ওটিটি মঞ্চে সেই ছবি চলছে। তবে সম্প্রতি সেন্সর বোর্ড নির্দেশ দিয়েছে, সেই দৃশ্য ছবি থেকে বাদ দিয়ে চালাতে।