বিনোদন
হর্ষবর্ধনের ছবির সেটে আগুন
বিনোদন ডেস্ক
২১ জুন ২০২৫, শনিবার
ছবির শুটিং শেষে গোটা টিমের সঙ্গে মজায় মেতেছিলেন অভিনেতা হর্ষবর্ধন রানে। র্যাপ আপ পার্টিতে যখন সবাই আনন্দে মেতে, ঠিক তখনই হিলিয়াম গ্যাস ভরা বেলুন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার গোটা টিম। অভিনেতার নতুন ছবি ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এর শুটিং চলছিল। তবে, সেটে আকস্মিক অগ্নিকাণ্ডে কারও কোনো ক্ষতি হয়নি বলে জানান হর্ষবর্ধন।