বিনোদন
‘কেউ ভালোবাসলে আমার কান্না পায়’
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২৫, শুক্রবার
দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এবারের ঈদুল আজহায় দীর্ঘ সময় পর মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন। সিনেমায় তার অভিনয় দেখে দর্শক বের হয়ে মুগ্ধতা প্রকাশ করছেন। এতে স্বভাবতই আপ্লুত এই অভিনেতা। এদিকে ঈদের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনকি ভর্তি হতে হয় হাসপাতালের আইসিইউতে। তার অন্য সহশিল্পীরা যখন হলে হলে পরিদর্শন করছেন, সেই সময় তিনি ছিলেন হাসপাতলের বেডে। অবশেষে ১৮ই জুন জাহিদ হাসান খানিকটা সুস্থ হয়ে ছুটে এলেন সিনেমা হলে। সঙ্গে ছিলেন নির্মাতা, সহশিল্পীরা। বসুন্ধরা সিনেপ্লেক্সে সিনেমার দর্শক প্রতিক্রিয়ায় বেশ আবেগি হয়ে পড়েন জাহিদ। তিনি বলেন- আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলাম। এর মধ্যেই ছবি মুক্তি পেয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা যে এত ভালো ভালো মন্তব্য করেছেন, দর্শকদের ছবিটি দেখানোর চেষ্টা করেছেন, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি নিজে আসতে পারছিলাম না। কিন্তু আমার সহযোদ্ধারা, ভাই-ব্রাদার, পরিবার, সবাই পাশে ছিল। তাদের উৎসাহে মনে শান্তি পেয়েছি। খানিকটা কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়। কেউ আদর করলে চোখে জল আসে। এটা কোনো অভিনয় নয়, সত্যি কথা। আমি অনেক ছবি করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু এভাবে কোনো ছবি আমার জীবনে আসেনি। এত ক্যামেরা, এত ভালোবাসা। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া। তানিম নূরের পরিচালনায় ‘উৎসব’ সিনেমায় আরও অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।