বিনোদন
ফারিয়ার ক্ষোভ
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২৫, শুক্রবার
স্পষ্টবাদী হিসেবে সুখ্যাতি রয়েছে অভিনেত্রী শবনম ফারিয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মতামত প্রকাশ করেন তিনি। জুলাই ছাত্র আন্দোলনের সময়ও তিনি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান জানান দেন। এতদিন পরে এসে সেই জুলাই আন্দোলন নিয়ে আবারো নিজের মতামত জানালেন ফারিয়া, সঙ্গে উগরে দিলেন ক্ষোভ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, জুলাই মাসে যখন আন্দোলন তুঙ্গে, ইন্টারনেট চলে যাওয়ার পরপর যেসব সেলিব্রিটির কাছে মেট্রোরেল বা বিটিভিতে আগুন দেয়ার প্রতিবাদ করার জন্য ভিডিও বানাতে বলা হয়, আমিও তাদের একজন। আমি প্রথমে সময় চাই, বলি ভেবে জানাবো! স্বাভাবিক, সে সময় ডাইরেক্ট না করার মতো সাহস যোগাড় করতে পারিনি! যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ, তাও সিয়ামকে ডাইরেক্ট মেসেজ দেই এটা লিখে যে, সে কোনো কল পেয়েছে কিনা। ও রিপ্লাই করে, পেয়েছে এবং না করে দিয়েছে। তখন সাহস পাই এবং আমিও না বলি। এসব কথা বলে বেড়ানোর কোনো ইচ্ছা ছিল না! সে সময় এইটাই করার কথা, না বলেছি বলে বিশেষ ক্রেডিট নিতে চাইনি। যেহেতু আমি রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবেই জড়িত নই। ভবিষ্যতেও কোনো ইচ্ছা নেই। তাও যখন দেখি কেউ লেখে, ‘এরা তো ডলার খাইছে’ মার্কা কাল্পনিক গল্প। হাসা ছাড়া কিছু করার থাকে না। তিনি বলেন, এমন অনেক মানুষকে চিনি যারা মন থেকে আওয়ামী লীগ ভালোবাসে কিন্তু জুলাইতে লাল ডিপি দিয়েছিল! হয়তো জুলাইকে আমাদের সাধারণ মানুষের কাছে যেভাবে সে সময় পোট্রে করা হয়েছে, এখন বিষয়টা তেমন নাই। কিন্তু সে সময় আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আপনিও মানুষকে হত্যা করার প্রতিবাদ না করে থাকতে পারতেন না। ফারিয়া বলেন, ফাইনালি আমি বুঝে গেছি, জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ। আমরা কখনো ভালো হবো না। আমাদের কেউ দুর্নীতি এবং চুরি করা থেকে আটকাতে পারবে না! আমি আর নিজ দেশের কাছে প্রত্যাশাও রাখি না!