বিনোদন
দর্শকদের অনুরোধে ‘কৃষকের ঈদ আনন্দ’ পুনঃপ্রচার
স্টাফ রিপোর্টার
২০ জুন ২০২৫, শুক্রবার
শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ আজ বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে পুনঃপ্রচার হবে। এই অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের জিন্দা পার্কে। প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধনের নিদর্শন জিন্দা পার্কে এবারের অনুষ্ঠানটি পেয়েছে এক নতুন মাত্রা। গ্রামীণ মানুষের জীবনের স্বচ্ছতা, আবেগ, আনন্দ ও সংগ্রাম ছুঁয়ে যাবে দর্শকদের হৃদয়। অনুষ্ঠানে উঠে এসেছে মহানগরের অতি নিকটে থেকেও কীভাবে শহুরে জীবনের প্রতিযোগিতামূলক বাস্তবতায় গ্রামবাসী নিজেদেরকে আলাদা করে রেখেছেন। কৃষি ও প্রকৃতিকে অক্ষুণ্ন রেখে সুশৃঙ্খল জীবনের এক গ্রাম্য রূপ দেখতে ৫ হাজার গ্রামবাসী সম্মিলিত হয়ে কীভাবে গড়ে তুলেছেন প্রকৃতির অভয়ারণ্য জিন্দা পার্ক। সবুজের এই ভুবনের মাঝে ধারণ করা খেলার ফাঁকে ফাঁকে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী জিন্দা গাঁয়ের ইতিহাস ও সংস্কৃতিও। এবার খেলার তালিকাতেও এসেছে নতুনত্ব ও বৈচিত্র্য। খেলাগুলোর মধ্যে থাকছে- বৃক্ষমানবের দৌড়, তুলার খঁাঁচায় চাবি খোঁজা, শিশুদের প্রতিযোগিতামূলক বল খোঁজা, লুঙ্গি বাইচ, লেকের পাড়ে বউ সাজানো, তৈলাক্ত কলাগাছ ঝুলে লেক পার হওয়া। এসব মজার ও চমৎকার খেলায় অংশ নিয়েছেন- স্থানীয় কৃষক, নারী ও শিশু এবং বিভিন্ন পেশার মানুষ। দেশি-বিদেশি দর্শকদের অনুরোধে অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে।