বিনোদন
সিরিয়ালের দুনিয়ায় রাজনন্দিনী
বিনোদন ডেস্ক
২০ জুন ২০২৫, শুক্রবার
সিনেমা দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন রাজনন্দিনী পাল। এ ছাড়া, বিভিন্ন ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এবার রাজনন্দিনী সিরিয়ালের দুনিয়ায় পা রাখলেন। আসন্ন ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ সিরিয়ালে রানী ভবানীর চরিত্রে দেখা যাবে তাকে। রাজনন্দিনী বলেন, পরিকল্পনা করে কিছু্ই করিনি। একটা চরিত্রকে চেজ করছি মাত্র। এ রকম একটা ডার্ক সাইট চরিত্রে কাজ করার আকাঙ্ক্ষা আমার বহুদিনের।