ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

চাঞ্চল্যকর রিপোর্ট: ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধে ২ বিলিয়ন মানুষ মারা যেতে পারে

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১৭ আগস্ট ২০২২, বুধবার, ৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন

mzamin

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ফের বিশ্বের উপর পরমাণু যুদ্ধের কালো ছায়া ফেলতে শুরু করেছে। রুটগার্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের নেতৃত্বে একটি নতুন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, পারমাণবিক যুদ্ধ দুই বছরে বিশ্বের জনসংখ্যার এক-তৃতীয়াংশকে হত্যা করতে পারে। রুটগার্স ইউনিভার্সিটির সমীক্ষা অনুসারে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৃহত্তর পারমাণবিক যুদ্ধ একই সময়ের মধ্যে বিশ্বের জনসংখ্যার তিন-চতুর্থাংশকে হত্যা করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পূর্ণ মাত্রার পারমাণবিক যুদ্ধের ঘটনা ঘটলে ৫ বিলিয়নেরও বেশি মানুষ অনাহারে থাকবে। এই তাৎপর্যপূর্ণ বৈশ্বিক গবেষণা ইঙ্গিত দেয় যে, পারমাণবিক অস্ত্র জড়িত দুই দেশের মধ্যে সামান্য সংঘর্ষের ফলে ব্যাপক ক্ষুধার্ত পৃথিবীর জন্ম হবে। এমনকি ভারত ও পাকিস্তানের মতো দেশগুলির মধ্যে পারমাণবিক যুদ্ধ  বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের উপর বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে এবং এর ফলে সমগ্র গ্রহে ব্যাপক মৃত্যু হতে পারে।

মনে করা হচ্ছে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বর্তমানে বিশ্বের ইতিহাসে সবথেকে বেশি। রাশিয়া-ইউক্রেন, ভারত-পাকিস্তান, চীন-তাইওয়ান, চীন-ভারত, উত্তর-দক্ষিণ কোরিয়া – বর্তমানে বেশ কয়েকটি পরমাণু শক্তিধর দেশ দ্বন্দ্বে জড়িয়ে। এগুলির যে কোনোটিই ডেকে আনতে পারে পুরো গ্রহব্যাপী বিপর্যয়। পারমাণবিক যুদ্ধের  তিন থেকে চার বছর পর বিশ্বব্যাপী খাদ্য, প্রাণী এবং মৎস্যের ফলন ৯০ শতাংশ কমে যেতে পারে যার জেরে বাড়বে অনাহার।

ছয়টি বিকল্প পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি একাডেমিক বিজ্ঞানীদের দ্বারা গবেষণা করা হয়েছিল। নেচার ফুড জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি পূর্ণমাত্রার  দ্বন্দ্ব অর্ধেকেরও বেশি মানবজাতিকে নিশ্চিহ্ন করে দেবে।

বিজ্ঞাপন
ঠান্ডা যুদ্ধের সমাপ্তির ৩০ বছর পরে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা আগের চেয়ে এখন অনেক বেশি । জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও সতর্ক করেছেন যে "পরমাণু সংঘাতের সম্ভাবনা, যা এক সময় কল্পনাও করা যেত না, এখন তা যেকোনো সময় শুরু হতে পারে।" গবেষণায় দেখা গিয়েছে বিশ্বে বর্তমানে যে পারমাণবিক অস্ত্রভাণ্ডার রয়েছে, সেগুলির ক্ষুদ্র অনুপাতে বিস্ফোরণ ঘটালেই একটি বিরাট অগ্নিঝড় তৈরি হতে পারে। যা দ্রুত এত পরিমাণ ছাই ও ধোঁয়া আকাশে উড়িয়ে দেবে। গবেষকরা জলবায়ু মডেলগুলি ব্যবহার করে ভবিষ্যদ্বাণী করেছেন, বিপুল পরিমাণ ছাই ও ধোঁয়া বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরে পৌঁছবে। এর নিচের স্তরে হলে তা বৃষ্টিতে ধুয়ে যেতে পারত। কিন্তু বায়ুমণ্ডলের ওই উপরের স্তরে কোনও বৃষ্টিপাত নেই। যার ফলে বেশ কয়েক বছর ধরে ভূপৃষ্ঠে পৌঁছবে না সূর্যালোক।   এই পরিবর্তনগুলি কৃষি উত্পাদনশীলতাকে প্রভাবিত করবে, নষ্ট করবে সমুদ্রের বাস্তুতন্ত্রকেও। ফলস্বরূপ,  যুদ্ধক্ষেত্রে কয়েক মিলিয়ন মানুষের  মৃত্যুর পর বিশ্বজুড়ে অনাহারে কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে ।

সূত্র : wionews.com

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status