ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

‘তাণ্ডব’ প্রদর্শনী বন্ধে যা বললো জাজ

স্টাফ রিপোর্টার
১৭ জুন ২০২৫, মঙ্গলবার
mzamin

ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’, যেটি সারা দেশ জুড়ে প্রদর্শিত হচ্ছে। থিয়েটার না থাকায় অনেক এলাকায় অস্থায়ীভাবে স্ক্রিন বসিয়ে সিনেমার প্রদর্শন চলছে। ঠিক এমনভাবেই টাঙ্গাইলের কালিহাতীর আউলিয়াবাদ অডিটোরিয়ামে সিনেমাটির স্ক্রিনিং শুরু হয়েছিল। তবে, গত ১০ই জুন মঙ্গলবার হঠাৎ করেই বন্ধ করে দেয়া হয় সেই প্রদর্শনী। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। সেইসঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ঘটনায় সরব হন। এবার এ বিষয়ে মুখ খুলেছে দেশের অন্যতম প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে জাজ লিখেছে, আউলিয়াবাদে যা ঘটেছে তা কখনোই কাম্য নয়। এটি শুধুমাত্র ‘তাণ্ডব’ নয়, পুরো চলচ্চিত্র শিল্পের জন্য একটি ভয়ঙ্কর প্রতিবন্ধকতা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। একজন প্রযোজক হিসেবে মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। আপনারা যদি নির্বাক থাকেন, তবে চলচ্চিত্র শিল্পকে রক্ষা করতে আমাদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। আজ যদি সাইফুল ক্ষতিগ্রস্ত হন, কাল সেটা আমাদের সবার সঙ্গেই ঘটতে পারে। এখনই সময় সোচ্চার হওয়ার। উল্লেখ্য, ৬ই জুন শুক্রবার বিকালে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়। বন্ধ করা হয় ছবি প্রদর্শনী।

 

 

 

 

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status