বিনোদন
মিমের অন্যরকম সময়
স্টাফ রিপোর্টার
১৭ জুন ২০২৫, মঙ্গলবার
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয় ও মডেলিং নিয়ে বছর জুড়েই ব্যস্ত থাকেন তিনি। তবে, তার থেকে খানিক সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। বিদেশের বিভিন্ন জায়গায় স্বামী সনি পোদ্দারকে নিয়ে ঘুরতে ভালোবাসেন মিম। অনেক দেশেই তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। এবার ঈদের পর পর মিম স্বামীসহ উড়াল দিলেন শ্রীলঙ্কায়। সেখানে অন্যরকম সময় কাটাচ্ছেন এ যুগল। মিম সেসব ছবি-ভিডিও শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো সাগর তীরে, আবার কখনো অন্য প্রাকৃতিক সৌন্দর্যের কোনো স্থানে দেখা যাচ্ছে তাকে। আবার মাঝে-মধ্যেই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করছেন শ্রীলঙ্কা থেকে। সবমিলিয়ে ঈদের পর অবসরে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। গতকালও সুইমিংপুল থেকে বেশকিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন মিম। এ অভিনেত্রী বলেন, ঘুরে বেড়ানো আমার খুব পছন্দের বিষয়, এটা অনেক আগে থেকেই। আর সঙ্গে প্রিয় মানুষ থাকলে তো কথাই নেই। শ্রীলঙ্কায় ঘুরতে অনেক ভালো লাগছে। অনেক সুন্দর সব জায়গায় যাচ্ছি। ছবি তুলছি, সুন্দর সব স্মৃতি জমা হচ্ছে। তবে, দ্রুতই দেশে ফিরে কাজে মনোযোগ দেবো। এদিকে, মিম একসঙ্গে বেশ কিছু বড় ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। ব্যস্ত রয়েছেন বিজ্ঞাপন ও ফটোশুট নিয়ে। পাশাপাশি নতুন সিনেমার কথাবার্তা হচ্ছে। ব্যাটে-বলে মিললে করবেন বলে জানালেন তিনি।