বিনোদন
গুঞ্জন এবার সত্যি হলো
বিনোদন ডেস্ক
১৭ জুন ২০২৫, মঙ্গলবার
অনেকদিন ধরেই রাশমিকার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন চলছে। সেই গুঞ্জন যেন এবার সত্যি হলো। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, বিজয় তার কাছে কী? উত্তরে রাশমিকা বলেন, বিজয় আমার সব। আমার সবকিছু নিয়ে উনি আমার। কথা ফুরোনোর আগেই লজ্জা তার কণ্ঠরোধ করেছে। হাসি দিয়ে কোনোমতে সামলেছেন নিজেকে। এই প্রথম এভাবে সরাসরি প্রেমের বিষয় স্বীকার করলেন রাশমিকা।