বিনোদন
আসছে ‘জামাই-শ্বশুর জুয়াড়ি’
স্টাফ রিপোর্টার
১৭ জুন ২০২৫, মঙ্গলবার
মো. ফাহাদের পরিচালনায় আসছে ব্যতিক্রমধর্মী ও স্যাটায়ার কমেডি নাটক ‘জামাই-শ্বশুর জুয়াড়ি’। নাটকটি নিয়ে নির্মাতা ফাহাদ বলেন, চারদিকে নেগেটিভ সংবাদ শুনতে শুনতে মানুষ এখন ক্লান্ত। তাদের ক্লান্তিবোধ দূর করতে একটু হাসানোর চেষ্টা মাত্র। জানা যায়, শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে। নাটকটিতে অভিনয় করেছেন- সারা জেরিন, কাজী রাজু, সায়কা আহমেদ, ফরিদ হোসেন, রিকি প্রমুখ।