বিশ্বজমিন
কাশ্মীরে গুলিতে নিহত ১, আহত ১
মানবজমিন ডেস্ক
(২ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৩ পূর্বাহ্ন

প্রতীকী ছবি
কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরেকজন। সোপিয়ান জেলায় মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ খবর দিয়ে অনলাইন দ্য হিন্দু বলছে, সন্ত্রাসীরা বেসামরিক লোকজনের দিকে গুলি করলে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। ঘিরে ফেলা হয়েছে ওই এলাকা। ঘটনার শিকার দু’ব্যক্তি সম্পর্কে ভাই। তারা হলেন সুনীল কুমার ও পিন্টু কুমার। তারা ছোটিগ্রাম এলাকার অর্জুন নাথ কুমারের ছেলে। পুলিশ বলেছে, ঘটনাস্থলেই মারা গেছেন সুনীল। গত সপ্তাহে কাশ্মীর উপত্যাকায় হামলা জোরালো করেছে। রোববার নওহাট্টায় তারা একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে। একই সপ্তাহে বান্দিপোরায় হত্যা করা হয়েছে একজন মাইগ্রেন্ট শ্রমিককে।