দেশ বিদেশ
এডিস মশা নিধনে দ্বিগুণহারে কীটনাশক ছিটাবে ডিএসসিসি
স্টাফ রিপোর্টার
১২ জুন ২০২৫, বৃহস্পতিবারএডিস মশার বিস্তার রোধে প্রতিদিন দ্বিগুণহারে কীটনাশক প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল কাওরান বাজারে ঢাকা ওয়াসা ভবনে ডিএসসিসি’র এলাকায় এডিস মশার বিস্তার রোধে করণীয় নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন এবং করোনা মোকাবিলায় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অঞ্চলভিত্তিক ডেঙ্গু মনিটরিং টিম গঠন ও জনবল ঘাটতি পূরণে উদ্যোগসহ জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ডিএসসিসি। সভায় সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। সভায় এডিস মশার বিস্তার রোধে তাৎক্ষণিক ফলাফল পেতে আগামী ১৪ই জুন থেকে ডিএসসিসি এলাকায় অ্যাডাল্টিসাইডিং কার্যক্রমে (ফগার মেশিন দ্বারা পরিচালিত) বর্তমানে ব্যবহৃত ৩০ লিটার কীটনাশকের পরিবর্তে দ্বিগুণ পরিমাণ অর্থাৎ প্রতিদিন ৬০ লিটার কীটনাশক ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, করপোরেশন সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।