দেশ বিদেশ
কলম্বিয়ায় ধারাবাহিক বোমা ও গুলি, নিহত কমপক্ষে ৭
মানবজমিন ডেস্ক
১২ জুন ২০২৫, বৃহস্পতিবারকলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একের পর এক হামলায় বোমা ও গুলি চালানো হয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে অনলাইন বিবিসি। নিহতদের মধ্যে দু’জন পুলিশ সদস্য রয়েছেন। হামলাগুলোর লক্ষ্য ছিল তৃতীয় বৃহত্তম শহর কালি এবং এর আশপাশের কয়েকটি শহর। হামলায় ব্যবহার করা হয়েছে গাড়ি বোমা, মোটরসাইকেল বোমা, রাইফেল এবং ড্রোন। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব অঞ্চলে মোট ১৯টি পৃথক হামলা হয়েছে। স্থানীয় কিছু সংবাদমাধ্যম এই হামলাগুলোর সঙ্গে জঙ্গি সংগঠন ফার্সের একটি ছিন্নভিন্ন উপ-দলের যোগসূত্রের ইঙ্গিত দিয়েছে। ফার্স এক সময় অন্যতম শক্তিশালী গেরিলা সংগঠন ছিল। ২০১৬ সালে সরকারের সঙ্গে শান্তিচুক্তি করলেও এর কিছু চরমপন্থি অংশ এখনো সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। হামলার লক্ষ্যবস্তু ছিল পুলিশ স্টেশন, পৌর ভবন, সাধারণ বেসামরিক এলাকা। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি জানিয়েছে, নিহতের সংখ্যা সাত। আহতের সংখ্যা ২৮ থেকে ৫০-এর বেশি। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সহিংসতা অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি মরিয়া প্রতিক্রিয়া, যারা সামরিক ও পুলিশের একযোগে পরিচালিত অভিযানে তাদের অবৈধ কার্যক্রম এবং অর্থনৈতিক ভিত্তি হারিয়েছে।