দেশ বিদেশ
লন্ডন গেলেন আমীর খসরু
স্টাফ রিপোর্টার
১২ জুন ২০২৫, বৃহস্পতিবারঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে কেন্দ্র করে লন্ডন গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। বিএনপি’র একটি নির্ভরযোগ্য সূত্র মানবজমিনকে এ তথ্য জানিয়েছে। আগামীকাল শুক্রবার লন্ডনে স্থানীয় সময় সকালে বৈঠকে বসতে যাচ্ছেন দেশটিতে সফররত ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। তবে বৈঠকে আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন না। ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে ‘ওয়ান-টু-ওয়ান’ বৈঠক হবে বলে জানা গেছে। এর আগে চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।