দেশ বিদেশ
যাত্রাবাড়ীতে গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেপ্তার, পিকআপ উদ্ধার
স্টাফ রিপোর্টার
১২ জুন ২০২৫, বৃহস্পতিবাররাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে চোরাই পিকআপসহ গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সক্রিয় সদস্য মানিক চৌধুরী (৩৯)কে গ্রেপ্তার করে ওয়ারী থানা পুলিশ।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গত ৭ই জুন বিকাল ৪টার দিকে ওয়ারী থানাধীন লালমোহন সাহা স্ট্রিটের ধোলাইখাল হাজী ম্যানশনের সামনে থেকে একটি জ্যাক পিকআপ অজ্ঞাতনামা ব্যক্তিরা চুরি করে নিয়ে যায়। পিকআপটির মালিক অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন) মাসুম সরদারের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয় এবং তার স্বীকারোক্তি ও দেখানো মতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব ধর্মশুর এলাকা থেকে চুরি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক চৌধুরী জানিয়েছেন, তিনি আরও ২-৩ জন সহযোগীর সঙ্গে মিলে চুরির ঘটনা ঘটিয়েছেন। গ্রেপ্তারকৃত মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।