বিনোদন
ঢাকার পথে শাকিব খান
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:২৯ অপরাহ্ন

অবশেষে আজ মঙ্গলবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। ২১ ঘণ্টা ১৫ মিনিট পর বুধবার সকাল ১১টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন এ নায়ক। দীর্ঘদিন পর প্রিয় নায়ক দেশে ফেরায় শাকিব-ভক্তদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তাকে ফুল দিয়ে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির থাকবেন তারা। জানা গেছে, অন্তত দুই হাজার শাকিবিয়ান জড়ো হবেন সেখানে। এই সংখ্যা বাড়তেও পারে।
বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য ফেসবুকে ঢালিউড ভাইজানের গ্রুপগুলো আহ্বান জানানো হচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন। কেউ বাসে আসছেন। আবার কেউ উড়োজাহাজে করে। শাকিব নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন গত বছর। জো বাইডেনের দেশে যাওয়ার পরেই গুঞ্জন উঠেছিল, গ্রিন কার্ডের জন্য দেশটিতে গিয়েছেন তিনি। তারপর কয়েকমাসের মধ্যেই তিনি হাতে পেয়ে যান কাঙ্ক্ষিত কার্ডটি।